সোমবার | ২৪ নভেম্বর | ২০২৫

৩০ নভেম্বর সন্দ্বীপে ৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন

জনপ্রিয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সাওতুল কুরআন ইনিস্টিউটের ব্যবস্থাপনায় সন্দ্বীপে বিদেশী ক্বারীদের ঢল নামতে যাচ্ছে।

রবিবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা ক্বারী তাওহীদুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় তিনি বলেন, আগামী রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে ‘৫ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সন্দ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্দ্বীপে আন্তর্জাতিক মানের কুরআন তেলাওয়াত চর্চার প্রসারে প্রতিবারের ন্যায় এবারও আমরা সম্মেলনটি আয়োজনের ব্যবস্থা করছি।

সন্দ্বীপে দেশি-বিদেশি ক্বারীদের আগমনের ব্যাপারে তিনি জানান, এবারের কেরাত সম্মেলনে বিদেশিদের মধ্যে মিশর, ইরান, পাকিস্তান ও ফিলিপাইনের বিশিষ্ট ক্বারী, শাইখ আহমদ আল জাওহারি, ক্বারী মাহদী গুলামনেজাদ, ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী ও ক্বারী মুহাম্মদ নাজির আসগার উপস্থিত থাকবেন। দেশের নানা প্রান্তের বিশিষ্ট ক্বারীদেরও সম্মেলনে আগমন ঘটবে।

তিনি আরও জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও দ্বীনি ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নুরুল আমিন মাহদী উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব নুরুল মোস্তফা খোকন।সভাপতিত্ব করবেন সমাজের বিশিষ্টজন জনাব আলহাজ্ব আব্দুল বায়েছ (জেসিও, অবসরপাপ্ত)।

পরিশেষে তিনি কুরআন তেলাওয়াতের এই মহাযজ্ঞে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। সম্মেলনটি সহিহ শুদ্ধ ও আন্তর্জাতিক মানের কুরআন তেলাওয়াত চর্চা এবং ইসলামের অনন্য বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img