আল্লাহর শানে কটূক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে উলামা-জনতা ঐক্য পরিষদ।
সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহ্বান জানায় সংগঠনটি।
উলামা-জনতা ঐক্য পরিষদের বিবৃতি-
সম্প্রতি মানিকগঞ্জে কথিত বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহর সুমহান শানে কটূক্তিমূলক বক্তব্য উপস্থাপনকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রশাসন কর্তৃক আবুল সরকারকে গ্রেফতার করায় আমরা সংশ্লিষ্টদের সাধুবাদ জানাচ্ছি এবং ঘটনার ন্যায্য ও সঠিক বিচার দ্রুত কার্যকর করার আহ্বান করছি।
উল্লেখ্য যে, আবুল সরকারের বক্তব্য সর্বস্তরের মুসলমানের হৃদয়ে ক্ষোভ ও ক্ষত তৈরী করেছে। এরই প্রতিক্রিয়ায় তার শাস্তির দাবীতে মানিকগঞ্জের আলেম-উলামা ও সাধারণ জনতার বিক্ষোভ মিছিলে বাউল সম্প্রদায় হামলা ও উস্কানী দিলে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাউলদের ৩জন ও আপামর মুসলিম জনতার ২জন গুরুতর আহতসহ আরো অনেকে আক্রান্ত হন। যা অনাকাঙ্ক্ষিত।
কিন্তু ঘটনার পর থেকে বিভিন্ন মিডিয়া ও রাষ্ট্রের দায়িত্বশীল কতিপয় ব্যক্তির একপাক্ষিক প্রচারণা ও বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যাঞ্জক। যা দেশের ধর্মীয় সহাবস্থান ও বিভিন্ন মতের মানুষের একত্রে বসবাসের ক্ষেত্রে উস্কানিমূলক ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির পেছনে ইন্ধন জোগাতে পারে।
এমন পরিস্থিতিতে উলামা-জনতা ঐক্য পরিষদ দেশের সাধারণ মুসলিমদের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করছে। আইন হাতে তুলে না নিয়ে স্থানীয় দায়িত্বশীল উলামায়ে কেরাম ও প্রশাসনের সহায়তায় সুষ্ঠ সমাধানের পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। একইভাবে মিডিয়া ও রাষ্ট্রের দায়িত্বশীল কতিপয় ব্যক্তিকে এক পাক্ষিক বক্তব্য ও অপেশাদার আচরণ থেকে বিরত থাকার আহ্বান করছে।









