শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

শিশু-গর্ভবতী ছাড়া সবাই টিকা নিতে পারবেন: মীরজাদী সেব্রিনা

শিশু ও গর্ভবতী মা ছাড়া সবাই টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া কোভিড হওয়ার চার সপ্তাহের মধ্যে টিকা নেয়া যাবে না বলে সর্তক করেন তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় অ্যাপের ব্যবস্থাপনা, তা কিভাবে কাজ করবে এবং নিবন্ধন থেকে টিকা নেয়া পর্যন্ত প্রতিটি ধাপ তুলে ধরা হয়। এছাড়া প্রর্দশন করা হয় সুরক্ষা অ্যাপের উপর নির্মিত ভিডিও চিত্রও।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভ্যাকসিন নেয়ার রেজিস্ট্রেশন করার সময় কেন্দ্রের বিষয় সর্তক থাকতে হবে। কেন্দ্র পরিবর্তন করতে চাইলে জটিলতা বাড়বে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img