মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

ইন্তেকাল করলেন বিশ্ব নন্দিত ক্লাসিকাল উসমানীয় ক্যালিগ্রাফার হাসান জেলেবি

ইন্তেকাল করলেন বিশ্ব নন্দিত ক্লাসিকাল উসমানীয় ক্যালিগ্রাফার হাসান জেলেবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইস্তাম্বুলে তার ইন্তেকাল হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। মৃত্যুর পূর্বে বেশ কিছুদিন যাবত তিনি বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিয়ে আসছিলেন।

হাসান জেলেবি ক্লাসিকাল উসমানী ক্যালিগ্রাফি গুরু হিসেবে প্রসিদ্ধ ছিলেন। বিশ্বের অধিকাংশ ক্যালিগ্রাফারই তার কাছ থেকে ক্যালিগ্রাফির ক্লাসিকাল উসমানীয় শৈলী শিক্ষা নিয়েছেন। এছাড়া তার অঙ্কিত উসমানীয় ক্যালিগ্রাফি শোভাবর্ধন করছে বিশ্বের নামকরা বিভিন্ন মসজিদ ও ইসলামী স্থাপনা। ইস্তাম্বুলের সুলতান আহমেদ জামে বা ব্লু মস্ক, গ্র‍্যান্ড জামালিকা, মালয়েশিয়ার সিন্দায়ান ও ক্রোশিয়ার সিসাক জামে মসজিদ অন্যতম।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান থেকে শুরু করে প্রায় সকলেই তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার হাতে গড়া প্রখ্যাত ক্যালিগ্রাফাররা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন।

এই বিশ্ব নন্দিত ব্যক্তির জন্ম ১৯৩৭ সনে তুরস্কের আরদু রোমে, যা এরজুরুম নামে পরিচিত। তিনি তার সময়কার বিখ্যাত ক্যালিগ্রাফার হামিদ আয়তাজ ও কামাল বাতানাইয়ের কাছ থেকে ক্লাসিকাল উসমানীয় ক্যালিগ্রাফির বিশেষ শৈলীর শিক্ষা নেন। ক্যালিগ্রাফি গুরু হামিদ আয়তাজের পর তিনিই হয়ে উঠেন ক্লাসিকাল উসমানীয় ক্যালিগ্রাফি শৈলীর প্রধান গুরু। বিশ্বের মাত্র শ-খানেক ব্যক্তি তার কাছ থেকে উসমানীয় ক্যালিগ্রাফি শৈলীর শিক্ষা নিয়ে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছেন, যারা স্ব স্ব দেশে ও আন্তর্জাতিক ভাবে বর্তমানে প্রতিষ্ঠিত। শিক্ষা দান, অঙ্কন, প্রদর্শনী ও সভা-সেমিনার সহ বিভিন্নভাবে তারাও বর্তমানে এই শৈলী ও ঐতিহ্য সংরক্ষণে অবদান রেখে চলেছেন।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নূরী এরসোয়ের তথ্যমতে, এই ক্লাসিকাল উসমানীয় ক্যালিগ্রাফি গুরু ২০১০ সালে রাষ্ট্রীয়ভাবে তুরস্কের ‘দূর্লভ জীবন্ত মানবসম্পদ’ সম্মাননায় ভূষিত হোন।

এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন খোজার বক্তব্য থেকে জানা যায়, শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রের নাজিব ফাজিল ও তুর্কি প্রেসিডেন্সিয়াল গ্র‍্যান্ড এওয়ার্ড লাভ করেছিলেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ