শনিবার, মে ১০, ২০২৫

তালেবানের হাত ধরে নিরাপত্তা ফিরেছে আফগানিস্তানে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। তিনি বলেছেন, আফগানিস্তানের জনগণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে আফগান সরকার। বর্তমানে সেখানে একটি রাজনৈতিক শক্তির শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আগের মতো বিভক্ত পরিস্থিতি নেই, বরং সমগ্র দেশে একক শাসন ব্যবস্থা রয়েছে।

রবিবার (২৩ মার্চ) ইরানের একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী।

আব্বাস আরাকচি‌ বলেন, “বাস্তবতা হলো, বর্তমানে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে একটি শক্তি শাসন করছে, যা গত সাড়ে তিন বছরে তার কর্তৃত্ব সংহত করেছে। আগে যেখানে বিভিন্ন গোষ্ঠী দেশের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করত, এখন তা নেই। নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী এ বিষয়গুলো সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন: “মাদকের সমস্যা, ইরানে অবস্থানরত আফগান শরণার্থীদের বিষয়, সীমান্ত নিরাপত্তা এবং পানির অধিকার নিয়ে আমাদের ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সঙ্গে আলোচনা করতে হবে। প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রতিটি মিটার আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

এদিকে, আফগানিস্তানের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, তার এই মন্তব্যের মাধ্যমে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করা যায়।

উল্লেখ্য, ইরান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন এবং শরণার্থী সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img