বুধবার, মার্চ ২৬, ২০২৫

হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটেনি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এখন পর্যন্ত শেখ হাসিনার মানসিকতা থেকে খুনের ও হত্যাকারীর ভাব যায়নি। তিনি এখনো প্রতিহিংসা ও প্রতিশোধে ভুগছেন এবং তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি। প্রাইমারি, হাইস্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত পান করার পরেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে না’।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে ড্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য ছিল মেট্রোরেল, পদ্মা সেতু, ফ্লাইওভারের টাকা আত্মসাৎ করা। মালয়েশিয়া, কানাডা, দুবাই ও ইউরোপের দেশে আপনাদের সন্তানেরা কিয়ামত পর্যন্ত যাতে বিলাসবহুল জীবনযাপন করতে পারে এজন্য টাকা পাচার করেছেন। ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ধ্বংস ও গণতন্ত্রের প্রত্যেকটি রাস্তা বন্ধ করেছেন। নির্বাচন ও ভোটকে পদদলিত করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন।

ভারতের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাওয়া যায় না অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দেশের চিকিৎসকরা কোনো অংশে কম নয় কিন্তু মাইন্ড সেটের কারণে রোগীদের একটি বিরাট অংশ ভারতে চলে যেত। আমরা ডলার খরচ করে আমাদের চিকিৎসা করালেও তারা কখনোই আমাদের বন্ধুর চোখে দেখত না। একটি বন্ধু দেশের মানুষের প্রতি যে বন্ধুসুলভ আচরণ তাদের কাছ থেকে সে আচরণ পাওয়া যায় না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু অবকাঠামো আছে সেটিকে উন্নত এবং জবাবদিহিতার মধ্যে আনা গেলে বাংলাদেশ থেকে কোনো রোগী ভারতে যেত না।

ড্যাবের রংপুর মেডিকেল কলেজ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান বাদল ও সদস্য সচিব অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন সরকার প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img