শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ভারতে মুসলিম যুবককে হত্যার পর ভিডিও বার্তায় ২৬০০ মুসলমান হত্যার হুমকি

ভারতের আগ্রায় গুলফাম নামে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আরও ২৬০০ মুসলিমকে হত্যার হুমকি দেয় ওই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এর এক প্রতিদেন থেকে জানা যায়, গুলফাম আগ্রায় একটি বিরিয়ানি দোকান চালাতেন। ওইদিন রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলফামকে গুলি করে। ওই সময় দোকান মোছার কাজ করছিল তার চাচাত ভাই সাইফ আলী। ওই সন্ত্রাসীরা এসে কোনো কথা না বলেই গুলফামের বুকে গুলি ছোড়ে। সাইফ আলী তখন বেরিয়ে আসলে তার দিকেও গুলি ছোড়া হয়। তবে গুলিটি তার ঘাড়ে লাগায় তিনি বেঁচে যান।

এ ঘটনার একদিন পর হামলাকারী সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। সে ভিডিওতে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে ২৬ নিহতের বদলা হিসেবে ২ হাজার ৬০০ মুসলিমকে হত্যা করার ঘোষণা দেন। ভিডিওতে ওই হামলাকারী নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দেন।

ভিডিও প্রকাশের পর পুলিশ একজনকে আটক করেছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, যাকে আটক করা হয়েছে তাকে ভিডিওতে দেখা গেছে। পুলিশ দাবি করেছে, ওই হামলাকারী রাজনৈতিক নিরাপত্তা পেতে এখন নিজেকে ক্ষত্রিয় গোরক্ষক দলের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে।

সূত্র: দ্য প্রিন্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img