ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাগরিকদের জন্য আবার অনলাইন ভিসা চালু করতে যাচ্ছে ভারত।
রবিবার (২৫ মে) টলো নিউজের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ভারত সরকারের এক সূত্র ‘দ্য হিন্দু’ পত্রিকাকে জানিয়েছেন, আফগানরা ব্যবসা, চিকিৎসা এবং বিভিন্ন শ্রেণীর ভিসা পাচ্ছেন। ভিসা অনলাইন পোর্টাল indianvisaonline.gov.in–এর ওয়েবসাইটে ‘নতুন আফগান ভিসা’ নামে একটি পোর্টাল যুক্ত করা হয়েছে, যেখানে আফগান নাগরিকরা অনলাইন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকার ২০২১ সালে আফগান প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে শরীয়াহ শাসন প্রতিষ্ঠা করলে ভারত সরকার দেশটির নাগরিকদের জন্য সবধরণের ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করে দেয়। বন্ধ করে দেয় দূতাবাস ও কনস্যুলেট। কিন্তু গত মাসের শেষ সপ্তাহে ভিসা স্থগিতাদেশ, দূতাবাস ও কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তে পরিবর্তন আসতে শুরু করে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পোর্টালে তালিকাভুক্ত ভিসার ক্যাটাগরিগুলো হলো, ছাত্র, ব্যবসা, চিকিৎসা, চিকিৎসা সহকারী, প্রবেশ এবং জাতিসংঘ কূটনীতিক।
পোর্টালে আরো বলা হয়েছে, যেসব আফগান ভারতে সম্পত্তির মালিক, উচ্চশিক্ষার জন্য ভারতে আসা ছাত্রের নির্ভরশীল পিতা-মাতা, এবং ১৮ বছরের নিচের ছাত্রের পিতা-মাতা, তারাও ভারতের প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবে।