প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের অজুহাতে ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ব্রিটেন। যেগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।
জানা গেছে, এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো আমেরিকার বি৬১ কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম। ব্রিটেন চাইলে আমেরিকা থেকে এসব অস্ত্র সরবরাহ নিতে পারে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী দপ্তর জানায়, এই লকহিড মার্টিন নির্মিত বিমানগুলো কিনলে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ব্রিটেনের বিমান বাহিনী পারমাণবিক অস্ত্র বহন ও ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে।
বর্তমানে ব্রিটেনের পারমাণবিক প্রতিরক্ষা পুরোপুরি ট্রাইডেন্ট সাবমেরিন-ভিত্তিক। কিন্তু এই ব্যবস্থায় গত বছর একটি পরীক্ষায় ব্যর্থতা ঘটে।










