ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন বহিনীর হামলা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছন মার্কিন কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান।
তিনি বলেন, ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট।
ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেনে তিনি।
ব্র্যাড শেরম্যান বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনও ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি।
তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি।










