শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ইরানে আমেরিকার চেয়ে আমরা বেশি ক্ষয়ক্ষতি করেছি: ইসরাইলি অর্থমন্ত্রী

ইরানের পারমানবিক স্থাপনা ধ্বংস করার মার্কিন বাহিনীর দাবিকে প্রত্যাখ্যান করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পের ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমেরিকার চেয়ে ইসরাইলের অবদান বেশি।

বুধবার (২৫ জুন) ইসরাইলি বেতার সংবাদমাধ্যম কান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ইরানের পারমানবিক কেন্দ্র ধ্বংস নিয়ে ট্রাম্পের দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে স্মোতরিচ বলেন, আমার মনে হয় না এটা সঠিক। ইরানের পরমাণু কর্মসূচির কতখানি ক্ষতি হয়েছে— তা এ মুহূর্তে কারোর পক্ষেই বলা সম্ভব নয়। এই হিসেবটা করতে আরও সময় লাগবে। তাছাড়া ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে ইসরাইলের অবদান সবেচেয়ে বেশি। আমরা তাদের বিজ্ঞানী, তাদের আর্কাইভ এবং তাদের সক্ষমতাকে ধ্বংস করেছি।

তিনি বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইরান ও ইসরাইলের দীর্ঘ বৈরী সম্পর্কে একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতিতে ইসরাইলের উচিত নতুন লক্ষ্য নির্ধারণ করা।

তিনি আরও বলেন, আমরা এখন সংঘাত বন্ধ রেখেছি এবং সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। আমাদের এখন নতুন লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন এবং সেটি হতে পারে ইরানের ক্ষমতাসীন সরকারকে উচ্ছেদ করা। এক্ষেত্রে আমাদের ইরানের জনগণের সহযোগিতা প্রয়োজন হবে।

সূত্র : সিএনএন

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img