সোমবার | ৩ নভেম্বর | ২০২৫

ইরান-ইসরাইল স্কুলের বাচ্চাদের মতো মারামারি করছিল : ট্রাম্প

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট ইসরাইল ও ইরান স্কুলের বাচ্চাদের মতো মারামারি করছিল বলে মন্তব্য করেছন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে বক্তব্যের আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা বাচ্চাদের মত মতো লড়াই করছে। তাদেরকে আপনি থামাতে পারবেন না।
তাদের দুই-তিন মিনিট লড়তে দিন, তারপর থামানো সহজ হয়ে যাবে।

মঙ্গলবার ইরান-ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবিকদের প্রশ্নে জাববে ট্রাম্প একটি অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন। সেটা উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়। মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, তখন কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img