২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
তিনি বলেন, আমরা ৭ অক্টোবর ২০২৩-এ ইসরাইলে সংঘটিত বর্বর হামলাকে স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করছি এবং সকল জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিল্লিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম–এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই দাবি করেন তিনি।
রাজেশ কুমার সিং বলেন, আমি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম এবং তার প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত ও ইসরাইলের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক দশকে দৃঢ় হয়েছে। এই সম্পর্ক শুধু প্রযুক্তিগত নয়, এটি কৌশলগত আস্থা ও পারস্পরিক সমর্থনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি বলেন, আমরা আবারও জোর দিয়ে বলি—সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান হলো জিরো টলারেন্স। পৃথিবীর যে কোনো প্রান্তে সংগঠিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ও নীতিগত। আমরা ধন্যবাদ জানাই ইসরাইল সরকারকে, যারা ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিরবচ্ছিন্ন সমর্থন জানিয়ে আসছে। এ ধরনের পারস্পরিক সহযোগিতা আমাদের দুই দেশের জনগণের জন্য নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আমি আশাবাদী, এই বৈঠক আমাদের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সূত্র: ইকোনমিক টাইমস, ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া











