বুধবার | ১৬ জুলাই | ২০২৫

যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে: ফখরুল

spot_imgspot_img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল সে আশা-আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করে দিয়েছে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধান তারা (বর্তমান সরকার) কেটে ছিঁড়ে তছনছ করে ফেলেছে। এই দলটিই (আওয়ামী লীগ) ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকেও তারা গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ মুখেই মুক্তিযুদ্ধের কথা বলে। প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। তাই যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র ধারক মনে করে তারাই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img