কারাগারে নামাজ আদায়, তজবিহ পাঠ ও পবিত্র কুরআন তেলাওয়াত করে দিন কাটাচ্ছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- এমনটাই দাবি করেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গনে তার আইনজীবী এ দাবি করেন।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ফলে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে ৭৭টিতে দাঁড়িয়েছে। এর বাইরে দুদক ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা আছে।
আইনজীবী জানান, পলক দাবি করেন তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগেই তিনি জড়িত নন। দুদকের মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না মর্মে দাবি করেন তিনি।