মঙ্গলবার | ২৬ আগস্ট | ২০২৫

দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত

দাড়ি রাখার কারণে হবিগঞ্জে ৩ পুলিশ সদস্যকে শাস্তি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, “হবিগঞ্জে ৩ জন পুলিশ সদস্যকে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী দাড়ি রাখার কারণে শাস্তি প্রদান করা হয়েছে। এই ঘটনা শুধু ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনই নয়, বরং এটি একজন মুসলমানের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল এবং ইসলামের বিরুদ্ধে প্রশাসনের এক প্রকার ঔদ্ধত্যপূর্ণ আচরণ।”

নেতারা আরও বলেন, “আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, ইসলামে দাড়ি রাখা কোনো ফ্যাশন নয়, বরং একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে এটি রাসূল (সা.)-এর সুস্পষ্ট আদেশ এবং ইসলামের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। বাংলাদেশে ব্যক্তিগত ধর্মীয় চর্চা ও পরিচিতিকে অপরাধ বিবেচনা করা গ্রহণযোগ্য নয়। এই ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।”

এ সময়, অবিলম্বে ইসলামবিরোধী এ ধরণের তৎপরতা বন্ধ করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

spot_img

এই বিভাগের

spot_img