মঙ্গলবার | ২৬ আগস্ট | ২০২৫

হিজাব পরায় ২২ ছাত্রীকে ক্লাস থেকে বহিস্কারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট

হিজাব পরায় ২২ ছাত্রীকে ক্লাস থেকে বহিস্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট।

আজ সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিক এক বিবৃতি সংগঠনের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সহ-সভানেত্রী জাকেরা রহমান ও সমন্বয়কারী হাফেজা বুশরা এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “হিজাব পরা একজন শিক্ষার্থীর ধর্মীয় ও সাংবিধানিক মৌলিক অধিকার। একজন শিক্ষিকা ইসলামের অমোঘ বিধান পর্দা ও হিজাবকে কটাক্ষ করে শিক্ষার্থীদের সাথে আপত্তিকর ল্যাংগুয়েজ ব্যবহার করা, জঙ্গি সম্বোধন করা এটি ফ্যাসিবাদি মানসিকতার পরিচায়ক। ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী কালচার দেশবাসী দেখতে চায় না।

তারা আরও বলেন, “উক্ত শিক্ষিকা স্কুলের ড্রেস কোড পরিপালন এর অযুহাতে ইসলামের ড্রেস কোড অবজ্ঞা ও কটাক্ষ করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। শিক্ষার্থীদের তিনি মাদরাসার ছাত্রী বলে কটাক্ষ করেছেন, যা একজন শিক্ষিকার জন্য বেমানান ও ইসলাম বিরোধিতার প্রকৃষ্ট উদাহরণ। তার উচিত ছিল শিক্ষার্থীদের শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেয়া, অথচ ক্লাসে পাঠদানের পরিবর্তে অপ্রাসঙ্গিক ও ইখতিয়ার বহির্ভূত বিষয়ের অবতারণা করেছেন।”

এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক করেন তারা।

spot_img

এই বিভাগের

spot_img