জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবী উঠায় সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ মাদানীকে বাংলাদেশে পুশ-ইনের হুমকি দিলেন আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
রবিবার (২৪ আগস্ট) মুসলিম মিররের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীকে বাংলাদেশে পুশ-ইনের হুমকি দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবী উঠায় তিনি এই হুমকি দেন।
হেমন্ত শর্মা বলেন, “মাহমুদ মাদানী যদি আমার কব্জায় আসে, তাকে আমি বাংলাদেশে পাঠিয়ে দিবো।”
উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তারা তার বিরুদ্ধে মুসলিম এবং মুসলিম নেতৃত্বকে লক্ষ্য করে হুমকি ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছেন।
সমালোচকরা যুক্তি দেন যে, সাংবিধানিক কর্তৃপক্ষের এই ধরনের হুমকি গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন করে এবং আসামে সংখ্যালঘুদের কণ্ঠস্বরের প্রতি বৈরিতা প্রতিফলিত করে।
জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের মুসলিমদের অন্যতম প্রাচীন সংগঠন। এটি দেশটির উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নীতির বিরুদ্ধে, বিশেষত নাগরিকত্ব আইন, এনআরসি এবং সংখ্যালঘুদের প্রতি আচরণ সম্পর্কিত বিষয়গুলোর বিরুদ্ধে সোচ্চার। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সম্প্রতি আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার বিতর্কিত নীতি এবং বৈষম্যমূলক মন্তব্যের কারণে তাকে অপসারণের দাবী জানায়।
যদিও এই উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর সমর্থকরা তার হুমকির যৌক্তিকতা স্বরূপ দাবী করছে যে, তার বক্তব্য জাতীয় স্বার্থের বিরোধিতাকারী সংগঠনগুলোর প্রতি কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।
এই ঘটনাটি আসাম সরকার এবং মুসলিম সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক আরো খারাপ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।