শুক্রবার | ৩ অক্টোবর | ২০২৫

নিউইয়র্কে আহমাদ শার’আ ও এরদোগানের বৈঠক

নিউইয়র্কে বৈঠকে মিলিত হলেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমাদ শার’আ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা এই বৈঠকে মিলিত হোন।

এরদোগান বলেন, তুরস্ক চায় যেনো দ্রুততম সময়ে সিরিয়ার উপর আরোপিত সবধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।

আমেরিকার বাণিজ্য নগরীতে অবস্থিত তুরস্কের কার্যালয়ে প্রেসিডেন্ট এরদোগানের সাথে মিলিত হওয়ার পূর্বে আহমাদ শার’আ প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

ভাষণে তিনি ইসরাইলের সঙ্গে সম্পাদিত ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিক সম্প্রদায়কেও সেই চুক্তি রক্ষা করার আহ্বান জানান এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে কোনো ধরণের সংকট দেখা দিলে সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানাতে বলেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img

এই বিভাগের

spot_img