মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

আগ্রাসন নয়, আফগানিস্তানের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে: মাওলানা মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ বছরের আগ্রাসনে আফগানিস্তান দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে ছিল। এখন সেই আগ্রাসন শেষ হয়েছে। তাই আফগানিস্তানকে আর আগ্রাসনের লক্ষ্য নয়, বরং আফগানদের সঙ্গে রাজনৈতিক ও যুক্তিসঙ্গত সম্পর্ক গড়ে তোলা জরুরি, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।”

আল আরাবিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিন এসব কাথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, আফগানরা দেশের কোনো অংশে বিদেশি বাহিনীর উপস্থিতি মেনে নেয় না। আর আমেরিকাকে মনে রাখা উচিত, খারাপ কাজ কখনো ভালো ফল আনে না, বরং খারাপ প্রতিক্রিয়াই ডেকে আনে।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান সমতাভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে এবং একইসঙ্গে আমেরিকার সাথেও সুসম্পর্ক স্থাপন করতে চায়। আমরা কোনোভাবেই চাই না যে, আফগান ভূমি প্রতিদ্বন্দ্বী শক্তিধর দেশগুলোর প্রতিযোগিতার মঞ্চে পরিণত হোক।

তিনি আরও বলেন, “আফগানিস্তান নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী এবং সব বড় দেশগুলোর সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়, কিন্তু তার নিজস্ব ভূমি কখনো কারো জন্য ছাড়বে না। বাগরাম আফগানিস্তানের অংশ এবং এটি কাউকে দেওয়া হবে না।”

জাবিহুল্লাহ মুজাহিদের এ মন্তব্যের প্রেক্ষিতে ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা বলেন, আফগানিস্তান তার নিজস্ব ভূমি নিয়ে কারো সঙ্গে কোনো চুক্তি করে না এবং বর্তমানে আফগানিস্তান কোনো বিদেশি পক্ষের অধীনে নয়।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img