জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান নিয়ে আলোচনার সময় কয়েকটি দেশ আফগান জনগণ ও দেশের স্থিতিশীলতার প্রতি সমর্থন জানায়। অধিবেশনে কিরগিজস্তান, তুরস্ক, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা আফগানিস্তানে মৌলিক প্রকল্প বাস্তবায়ন, মানবিক সহায়তা এবং পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আমেরিকার নিউইয়র্কে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ আফগানিস্তানের স্থগিত রাখা সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যেন পুনর্গঠনের প্রক্রিয়ায় আফগান জনগণকে একা ফেলে না যায়।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন বলেন, “তাজিকিস্তান শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য তার প্রতিবেশী আফগানিস্তানকে সমর্থন করে। আমরা এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, তারা যেন আফগানদের সহায়তায় এগিয়ে আসে।”
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ বলেন, “আফগান জনগণের শান্তিপূর্ণ ও স্থিতিশীল জীবনের জন্য আমরা জাতিসংঘের সমর্থনের ওপর জোর দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আফগানিস্তান যেন আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে। আমরা পরিকল্পনা করেছি, আফগানিস্তানের অর্থনৈতিক খাত ও মৌলিক অবকাঠামোয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করব।”
ইমারাতে ইসলামিয়া বিভিন্ন দেশের এসব ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তালেবান সরকার জানায়, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়ন কেবল দেশটির জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য উপকারী। আফগানিস্তান সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
সূত্র: আরটিএ