শনিবার | ২৫ অক্টোবর | ২০২৫

কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

উত্তর কোরিয়ায় নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা ও সাক্ষাৎ করতে চান তিনি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’

কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’

কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img