মালয়েশিয়া সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৫ অক্টোবর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ৫ দিনের সফর শুরুর পূর্বে মালয়েশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যাত্রাপথে কাতারে জ্বালানি সংগ্রহের বিরতিকালে দেশটির সর্বোচ্চ প্রধান বা আমির তামিম বিন হাম্মাদ আলে সানী ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানীর সাথে তিনি সাক্ষাত করবেন। এয়ারফোর্স ওয়ানে (মার্কিন প্রেসিডেন্টদের বিশেষ বিমানবহর) এই সাক্ষাত বা সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়াও জানানো হয় যে, গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারে এই বৈঠকে যোগ দিবেন। ট্রাম্প ও আলে সানীর এই বৈঠকে সম্প্রতি সাক্ষরিত গাজ্জা যুদ্ধবিরতি যা বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তা নিয়ে আলোচনা হবে।
অপরদিকে সামনের বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এপেক (এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা) শীর্ষ সম্মেলনে’ ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চ-স্তরের বৈঠককে ফলপ্রসূ করতে মার্কিন কর্মকর্তারা আজ কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করেছেন।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই বৈঠকে শুল্ক, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং মার্কিন সয়াবিনের চীনা ক্রয়ের বিষয়ে কিছু চুক্তি হতে পারে বলে উল্লেখ করা হয়।
মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে বের হওয়ার পূর্বে, শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, চীনা প্রেসিডেন্টের সাথে তার একটি ভালো বৈঠক হতে যাচ্ছে।
তিনি এও বলেছিলেন যে, প্রেসিডেন্ট শিকে আমাদের অনেক কিছু বলার আছে এবং আমাদের সাথেও তার অনেক কথা বলার আছে।
সূত্র: আল জাজিরা









