সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দিচ্ছে না ভারত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

গত শুক্রবার (২১ নভেম্বর) চিঠিটি পাঠানো হয় বলে রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তার তথ্য মোতাবেক, চিঠি পাঠানোর পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও জবাব আসেনি ভারতের পক্ষ থেকে। নয়াদিল্লি সরকারি ভাবে এ পর্যন্ত এই চিঠি নিয়ে কোনও মন্তব্যও করেনি।

তবে, ভারত কোনও মন্তব্য না করলেও এ অবস্থায় বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যেখানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির ভাবনা অনেকটাই স্পষ্ট হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে দেশটির সরকার। আর এ কারণেই হাসিনাকে এ মুহুর্তে বাংলাদেশে ফেরত পাঠাতে আগ্রহী নয় ভারত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ