মঙ্গলবার | ২৫ নভেম্বর | ২০২৫

উপযুক্ত সময়ে পাকিস্তানের হামলার প্রয়োজনীয় জবাব দিবে আফগানিস্তান

আফগানিস্তানের পাকতিকা, খোস্ত ও কুনার প্রদেশের কয়েকটি এলাকায় গতরাতে পাকিস্তানি মিলিশিয়ারা বিমান হামলা চালিয়েছে। ইমারাতে ইসলামিয়া এ ঘটনাকে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের আকাশসীমা, ভূমি এবং জনগণের সুরক্ষা ইসলামি আমিরাতের শরীয় অধিকার, এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময়ে জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তানি মিলিশিয়াদের পক্ষ থেকে পাকতিকা, খোস্ত ও কুনার প্রদেশের কিছু অঞ্চলে গতরাতের বিমান হামলা আফগানিস্তানের সীমানার প্রকাশ্য লঙ্ঘন এবং পাকিস্তানি প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানদণ্ডের সুস্পষ্ট বিরোধিতা।”

তিনি বলেন, “পাকিস্তানি মিলিশিয়াদের এ ধরনের অপরাধ কোনো অর্জন এনে দেয় না। বরং আবারও প্রমাণ হলো, ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে এবং পাকিস্তানের সামরিক শাসনের ব্যর্থতা ও লজ্জাজনক অবস্থাকে উন্মোচিত করে।”

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া এ হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং পুনরায় স্পষ্ট করে বলছে, নিজেদের আকাশসীমা, ভূমি ও জনগণের সুরক্ষা আমাদের শরীয় অধিকার। উপযুক্ত সময়ে এর প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

সুত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img