শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদরাসার শিক্ষার্থীদের অবরোধ

ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকররম ও হাটহাজারীতে আন্দোলনরত ছাত্র, মুসল্লীদের উপর পুলিশ এবং সরকারদলীয় নেতাকর্মীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ অবস্থান নিয়েছে ওই এলাকায়।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় থেকে শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম কাজল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী
মাদরাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।

এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ করার আধা ঘণ্টা পরেই তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক রয়েছি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img