শনিবার, মার্চ ২৯, ২০২৫

স্বাধীনতার ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি : মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই।

আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতার ৫৪ বছর; প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার সাধীনতকে গলা টিপে হত্যা করেছে। শাসকদক ক্ষমতায় থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনলেও কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা আনলেও শিক্ষাঙ্গনগুলো আজও দলীয় ক্যাডারদের দখলমুক্ত হয়নি। বৈষম্য আজ সমাজের সর্বস্তরে বিস্তারলাভ করেছে। আমরা ২৪-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিজমের কবর রচিত হোক এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img