শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ইহুদীদের সঙ্গে ইব্রাহিম রায়িসি সরকারের গঠনমূলক সম্পর্ক ছিল: ইহুদি এমপি

ইরানের পার্লামেন্টের ইহুদি সংসদ সদস্য হোমায়ুন সামেহ ইয়েহ নাজাফাবাদি জানিয়েছেন, ইরানের ইহুদি সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সরকারের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক ছিল।

শনিবার (২৫ মে) ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ওই ইহুদি এমপি।

তিনি জানান, রায়িসি ব্যক্তিগতভাবে ইরানের ইহুদি সম্প্রদায়ের খোঁজখবর রাখতেন এবং তাদের স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রাজধানী তেহরানে ইহুদি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করাসহ ইহুদিদের আরও কিছু সমস্যার সমাধান করে দিয়েছিলেন।

তিনি আরও জানান, ২০২০ সালের করোনা মহামারির সময়ে ইহুদিদের যে দাতব্য হাসপাতালটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবার চালু করার উদ্যোগ নিয়েছিলেন রায়িসি। এছাড়া তার প্রশাসনের পক্ষ থেকে ইহুদি সম্প্রদায় তাদের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উল্লেখযোগ্য তহবিল লাভ করেছিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ