বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশ মাল্টা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপিয়ান দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ মে) মাল্টা টুডে পত্রিকার বরাতে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।

অনুষ্ঠানে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজ্জায় চলমান মানবিক সংকটের ওপর।

গাজ্জায় ইসরাইলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা আরও বলেন, তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন সেই ভয়াবহ ঘটনায়, যেখানে গাজ্জার দক্ষিণের খান ইউনূস শহরে ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের শিশু চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহত হয়েছেন। হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা-বাবা, ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত।

উল্লেখ্য, মাল্টা ইতোমধ্যে একটি ফিলিস্তিনি দূতাবাসকে স্বাগতম জানিয়েছে এবং গত বছরের এপ্রিল মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন জানিয়েছে। তবে এখনো দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img