বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশে কিছু হলেই- ভালো হোক আর মন্দ হোক- বিএনপির দোষ বলে একটি গোষ্ঠী চালিয়ে দেয়। বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে এদেশের মানুষের জন্য কাজ করে। এ দেশের জনগণের যে প্রত্যাশা- সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করে।
রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসমসয়, নির্বাচন দিতে সমস্যা কোথায়- এমন প্রশ্ন রেখে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন, নির্বাচন দিতে আপনাদের সমস্যা কোথায়? এ দেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। আমরাও জানতে চাই।