শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ভারতে তীর্থযাত্রীবাহী বাস উল্টে নদীতে; নিহত ২, নিখোঁজ ১০

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। এতে নিহত হয়েছেন ২ জন এবং নিখোঁজ হয়েছেন আরও অন্তত ১০ জন

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রুদ্রপ্রয়াগের ঘোলতি এলাকায় এ ঘটনা ঘটেছে।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক নীলেশ কুমার ভারানে জানিয়েছেন, বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন এবং তাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। রুদ্রপ্রয়াগ শহর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বদ্রীনাথের দিকে যাচ্ছিলেন তারা। ঘোলতি এলাকায় আসার পর পাহাড়ি সড়ক দিয়ে ওপরে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের অলকানন্দা নদীতে উল্টে পড়ে।

তিনি জানান, বিধ্বস্ত ওই বাসটি থেকে জীবিত ৭ জন যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীদের সবাই কম-বেশি আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে উত্তরাখণ্ড দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে, উদ্ধারকাজও শুরু হয়েছে। তবে অলকানন্দা নদীর খরস্রোতের কারণে উদ্ধারকাজে খানিকটা বিলম্ব হয়েছে।

সূত্র : এনডিটিভি অনলাইন

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img