রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীমের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ শুরু হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তুরুন আনোয়ার (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে দ্রুত তার পদত্যাগ দাবি করছেন।

এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। যেখানে আনোয়ার ইবরাহীমের পদত্যাগ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img