মার্কিন সেনাবাহিনীর হামলায় আইএস বা আইএসআইএসের শীর্ষ নেতা জিয়া জাওবা’ মুসলিহ আল হারদানি তার দুই পুত্রসহ নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড ফোর্স সিরিয়ার হালবে আইএস শীর্ষ নেতা জিয়া জাওবা’ মুসলিহ আল হারদানিকে তার প্রাপ্ত বয়স্ক দুই পুত্রসহ হত্যা করেছে। তার পুত্ররাও আইএসের সাথে জড়িত ছিলো। তাদের নাম আব্দুল্লাহ জিয়া আল হারদানি ও আব্দুর রহমান জিয়া আল হারদানি। শুক্রবার ভোরে হালবের আল বাব এলাকায় এক অভিযানে তারা নিহত হয়। তারা সকলে আমেরিকা, আমেরিকার জোট বাহিনী ও সিরিয়ার নতুন সরকারের জন্য হুমকি ছিলো।
ইউএস সেন্ট্রাল কমান্ড ফোর্সের কমান্ডার, জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, আইএস সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেনো আমরা তাদের পিছু ছাড়বো না। তারা যেখানেই ঘুমাক, কাজ করুক ও লুকাক না কেনো নিরাপদে থাকতে পারবে না।
তিনি আরো বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড আমাদের মাতৃভূমি, এই অঞ্চল ও আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে থাকা আইএস সন্ত্রাসীদের স্থায়ী পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বাশার আল আসাদের পতনের পর গত মে মাসে প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছিলো আইএস বা আইএসআইএস। এপ্রসঙ্গে তারা এক বিবৃতিতে বলেছিলো, আমাদের যোদ্ধারা দক্ষিণ সিরিয়ায় বিস্ফোরক পুঁতে নতুন মুরতাদ সরকারের একটি গাড়িতে হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃত এই সংগঠনটি সিরিয়ার আহমদ শার’আর সরকারকে মুরতাদ বা ধর্মত্যাগীর পাশাপাশি অবৈধ বলেও মনে করে থাকে। উত্তর সিরিয়ার কুর্দি বাহিনীর বিরুদ্ধে তারা নিজেদের সশস্ত্র ও কৌশলগত কার্যক্রম কেন্দ্রীভূত করছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে।
সূত্র: আল জাজিরা









