শুক্রবার | ১২ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইল জুড়ে হিজবুল্লার ভয়ঙ্কর হামলা; জরুরি অবস্থা জারি করল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রবিবার (২৫ আগস্ট) ইসরাইলের বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়।

এই হামলার পরপরই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। এ সময় সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

তিনি বলেন, রবিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি থাকবে। সেই সঙ্গে ইসরাইলি সেনাবাহিনীর সমাবেশ সীমিত করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু সাইট বন্ধ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গতমাসে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে মিসাইল হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। সেই হত্যার বদলা নিতেই ইসরাইলের উপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানা গেছে, ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি’ কাতিউশা রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে হতাহতের বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img