বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান কোকো, তারেক রহমানসহ বেগম খালেদা জিয়াকে হানাদার বাহিনী গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যায়। সেখানে তিনি বন্দী ছিলেন।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বুলু বলেন, কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচনে পিআর পদ্ধতিকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে।

এ ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই উল্লেখ করে বরকত উল্লাহ বুলু বলেন, যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে, নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। দৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img