লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম লক্ষ্মণ লাল। তিনি কালো বোরকা ও নিকাব পরে ছদ্মবেশে দোকানে প্রবেশ করেছিলেন।
পাকিস্তান অবজারভার–এর এক প্রতিবেদনে বলা হয়, দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে লক্ষ্মণ লাল নারীর পোশাক বেছে নেন। তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে সন্দেহ দেখা দেয়। দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ফেলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় থাকা ওই ব্যক্তিকে কয়েকজন ঘিরে রেখেছে। হৈচৈয়ের মধ্যে একজন তার নিকাব সরিয়ে দিলে প্রকাশ পায় তিনি একজন পুরুষ। এরপর স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মুসলিমরা বলছেন, মুসলিম নারীর ধর্মীয় পোশাক বোরকা–নিকাব ব্যবহার করে অপরাধ সংঘটন মুসলিম সম্প্রদায়কে অযথা হয়রানির মুখে ঠেলে দিতে পারে। অনেকেই এ ঘটনাকে প্রতারণার অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক লক্ষ্মণ লালের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।
সূত্র : পাকিস্তান অবজারভার