মঙ্গলবার | ২৬ আগস্ট | ২০২৫

ফজলুর পদ স্থগিত করল বিএনপি

জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করে জানায়, এর আগে ফজলুর রহমানকে শোকজ করা হয়েছিল। তবে তার লিখিত জবাব মোটেই সন্তোষজনক হয়নি। তাই দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “২৪ আগস্ট তারিখে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ফজলুর রহমান লিখিত জবাব দিতে না পেরে সময় বাড়ানোর আবেদন করেন। পরবর্তীতে তাকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু তিনি যে জবাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়।”

বিএনপি জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোরতম শাস্তির পরিবর্তে আপাতত তিন মাসের জন্য সব পদ স্থগিত করা হয়েছে।

চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন থেকে তিনি যেন টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ন না করেন এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা এবং নেতাদের বিরুদ্ধে কটূক্তি করায় তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়েও ফজলুর রহমানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়। অনেকে মনে করেন, তার লাগামহীন বক্তব্য বিএনপির আন্দোলনের গতিকে দুর্বল করার পাশাপাশি বিরোধীদের হাতে সুযোগ করে দিয়েছে।

spot_img

এই বিভাগের

spot_img