মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতি ও আটক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

ফিলিস্তিনের গাজ্জায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকেই দেশজুড়ে দফায় দফায় বিক্ষোভ করেন ইসরাইলিরা।

এদিন, জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামনে জিম্মিদের ছবি সম্বলিত পতাকাও টানান তারা।

তেল আবিব থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে বিক্ষোভকারীরা ইয়াকুম কিবুতজের কাছে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। স্লোগান ও ঢাকের শব্দে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তা বন্ধ থাকায় তখন দীর্ঘ যানজট দেখা দেয়।

বিক্ষোভকারীরা হাতে নেন ইসরাইলি পতাকা এবং প্রতীকী হলুদ ব্যানার। অনেকে বহন করেন আটক জিম্মিদের ছবি ও পোস্টার। মহাসড়ক দখলের পাশাপাশি ফুটওভার ব্রিজেও অবস্থান নেন তারা। সংগঠিত এই আন্দোলনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের দ্রুত ফেরত আনার দাবি জানান তারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img