বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে ২ স্বাধীনতাকামী যোদ্ধা নিহত

কাশ্মীরের বান্দিপোরা জেলায় দখলদার ভারতীয় বাহিনীর গুলিতে উপত্যকাটির দুইজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে। নিহত স্বাধীনতাকামীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে দখলদার বাহিনী।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে কাশ্মীরের বান্দিপোরা জেলার ওয়াতনিরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার নিশ্চিত করেছেন।

তার বক্তব্য মতে, নিহতদের মধ্যে একজন স্থানীয়ভাবে প্রশিক্ষিত ছিল। অন্যজন পাকিস্তানে প্রশিক্ষণ পেয়েছে। নিহতের মধ্যে একজন বিজেপি নেতা ওয়াসিম বারী মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন বলে মনে করা হয়।

জানা যায়, কাশ্মীরের বান্দিপোরার ওয়াতনিরা এলাকায় স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ভারত নিয়ন্ত্রিত পুলিশ, ভারতীয় সেনাবাহিনীর ১৪ রাষ্ট্রীয় রাইফেলস ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্যরা যৌথভাবে সংশ্লিষ্ট এলাকা ঘিরে তল্লাশি চালায়। এ সময়ে, লুকিয়ে থাকা স্বাধীনতাকামীদের পক্ষ থেকে গুলি চালানো শুরু হয়। দখলদার ভারতীয় বাহিনী তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সেনাদের কথায় কান না দিয়ে গুলি চালাতে থাকে।

এরপরে উভয় পক্ষের গোলাগুলিতে দুইজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হন। তবে এতে কতজন ভারতীয় বাহিনীর সদস্য মারা গেছে তা জানা যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img