জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজ্জায় ইসরাইলের চলমান এই যুদ্ধ কার্যক্রম আসলে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, অবৈধ বসতি স্থাপনের কারণে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কার্যত অসম্ভব হয়ে পড়ছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন মাহমুদ আব্বাস। আমেরিকা তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি। তিনি বলেন, ইসরাইল “ক্ষুধাকে অস্ত্র” হিসেবে ব্যবহার করছে।
তার ভাষায়, “প্রায় দুই বছর ধরে গাজ্জায় আমাদের ফিলিস্তিনি জনগণ গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মুখোমুখি হয়ে চলেছে।”
আল জাজিরা বলছে, আব্বাস তার বক্তব্য শুরু করেন গাজ্জায় ইসরাইলের “গণহত্যামূলক যুদ্ধের” নিন্দা জানিয়ে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরও বলেন, “ইসরাইলের যা করছে, তা শুধু আগ্রাসন নয়। এটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ, যা প্রমাণিত এবং নথিভুক্ত, ইতিহাসে মানবিক বিপর্যয়ের ভয়াবহ অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে।”