শনিবার | ২৭ সেপ্টেম্বর | ২০২৫

একটা দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বুলবুল

একটা দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছিল। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বৈষম্যের সৃষ্টি করেছে। বাংলাদেশের সংবিধানকে দলীয় সংবিধানে রূপ দিয়েছে। এজন্য তারা সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের মতো করে সংবিধান রচনা করেছে। সেই সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বুলবুল আরও বলেন, জামায়াত অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফলে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকার এজন্য ঐকমত্য কমিশন গঠন করেছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেও ঐ দলটি আপত্তি জানিয়ে আসছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img