শুক্রবার, মে ৯, ২০২৫

‘ইসলামবিদ্বেষী কনটেন্ট’ বন্ধ করতে ফেসবুককে চিঠি দিলেন ইমরান খান

spot_imgspot_img

ফেসবুক থেকে ইসলামবিদ্বেষী কন্টেন্টগুলো বন্ধ করার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

চিঠিতে ইমরান লিখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে ক্রমবর্ধমান ইসলামোফোবিক পোস্টগুলো শেয়ারের ফলে বিশ্বব্যাপী সহিংসতা উসকে দিচ্ছে। এ ধরণের পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এবং এ ধরনের পোস্টগুলো মুসলমানদের মনে ক্ষোভের জন্ম দিচ্ছে।

ইমরান খান সরকারের অ্যাকাউন্ট থেকে টুইটারে ওই চিঠিটি প্রকাশ করা হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ওই চিঠিতে পাক সরকার প্রধান লিখেছেন, হলোকাস্ট নিয়ে বিভিন্ন পোস্টের বিষয়ে ফেসবুকে যেমন বিধিনিষেধ আছে, ইসলামবিদ্বেষী পোস্টগুলোর ক্ষেত্রেও যেন একই ধরনের বিধি আরোপ করা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img