মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালেয়েশিয়া সফরকে ঘিরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্পবিরোধী মোটরসাইকেল র্যালি থেকে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।
এদিন রাত ১০টার দিকে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের পাশ দিয়ে মোটরসাইকেল র্যালি করে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ফিলিস্তিনের পতাকা বহন করেন। ইসরাইলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমালোচনা করে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এছাড়াও বিক্ষোভকারীরা ‘মালয়েশিয়া জেগে ওঠো’, ‘ডোনাল্ড ট্রাম্পকে তাড়িয়ে দাও’ এ ধরনের স্লোগান দেন।









