জুলাই গণঅভ্যুত্থানের পরও নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ শহীদ হয়েছেন। কিন্তু জুলাই পরবর্তী সময়েও ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণ দিতে হয়েছে।
আজ রোববার (২৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং হত্যাকাণ্ডেরর শিকার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।









