দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ করার দাবি জানিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি (বিশ্ব হিন্দু পরিষদ)।
মুসলিম ও মোঘলদের চিহ্ন এবং শ্রেষ্ঠত্ব বিস্মৃত করে ফেলার অংশ হিসেবে সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে দিল্লির সংস্কৃতিমন্ত্রী সুরেন্দ্র কুমার গুপ্তকে দিল্লি ও এর গুরুত্বপূর্ণ স্থানগুলোর নাম পরিবর্তনের আহবান জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।
সংগঠনটির দিল্লি শাখার সম্পাদক সুরেন্দ্র কুমার এই দাবির যৌক্তিকতা বর্ণনা করতে গিয়ে বলেন, দিল্লির ইতিহাস ও ঐতিহ্য প্রায় ২০০০ বছরের। কিন্তু ইন্দ্রপ্রস্থের ৫,০০০ বছরের এবং তা আমাদের হিন্দু ঐতিহ্যের সাথে জড়িত।
ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসে অগ্রণী ভূমিকা রাখা এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি দিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোর নাম পরিবর্তনেরও প্রস্তাব রাখে। যেমন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কে ইন্দ্রপ্রস্থ আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি রেলওয়ে স্টেশন কে ইন্দ্রপ্রস্থ রেলওয়ে স্টেশন, ইত্যাদি।
এছাড়া হিন্দু শাসক ও পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য প্রচারের জন্য রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্যের গল্প এবং ইন্দ্রপ্রস্থ নগরীকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানায় সংগঠনটি। দাবি জানায়, দিল্লির ঐতিহ্যবাহী পদযাত্রায় যেনো প্রাচীন দুর্গ ও প্রাচীন মন্দিরের মতো হিন্দু শাসকদের সাথে সম্পর্কিত স্থানগুলো প্রদর্শন করা হয়।
বিশ্ব হিন্দু পরিষদের এমন দাবির প্রেক্ষিতে বিভিন্ন দলের নেতাকর্মী, ইতিহাসবিদ ও বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছেন যে, এই উগ্রবাদী সংগঠনটি হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর সংমিশ্রণে গড়ে ওঠা শহরের সমৃদ্ধ ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে।
সূত্র: মুসলিম মিরর









