রবিবার | ২৬ অক্টোবর | ২০২৫

ইসলামী আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে : বিএনপির নেতা দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। ইসলামী আদর্শই পারে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে। বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি সবসময় আলেমদের সঙ্গে ছিল এবং আগামীতেও থাকবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আলেমদের ভূমিকা জাতিকে নতুন দিকনির্দেশনা দেবে। কারণ আলেম সমাজ আমাদের নৈতিকতার বাতিঘর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে নাটোর উপ শহর মাঠে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মসজিদ সমূহের ইমাম, মুয়াজ্জিন ও ওলামা মাশায়েখদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।

নাটোর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মুফতী কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে এবং হাফেজ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সংগঠনের রাজশাহী বিভাগীয় টিম প্রধান মাওলানা ইনামুল হক জিহাদী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img