মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

অবশেষে ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল

অবশেষে ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বিনিময়ে ৪ ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে তারা বাস থেকে নেমে যেতে দেখেছেন। গত সপ্তাহে তাদের মুক্তি দেওয়ার কথা ছিল। তবে কথিত বাহানা দেখিয়ে ইসরাইল তাদের মুক্তি স্থগিত করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকে বন্ধু বা স্বজনেরা কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা যায়।

অন্যদিকে হামাস যে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন, ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ