শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

আজ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে

আজ বৃহস্পতিবা (২৭ মার্চ) কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

রবিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছি বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় বেফাকের পুরাতন ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।

যেভাবে দেখবেন ফলাফল

ব্যক্তিগত ফলাফল দেখার জন্য wifaqedu.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য wifaqedu.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img