রাস্তার ব্যবসায়ীদের লাইসেন্স ফি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।
মঙ্গলবার (২৭ মে) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, আফগানিস্তানের রাস্তায় ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা অনুমোদন করেছে আফগান মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার ২১তম অধিবেশনে এই পরিকল্পনা অনুমোদিত হয়।
প্রেসিডেন্ট ভবনের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলা হয়, মন্ত্রীসভার বৈঠকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে রাস্তার ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করার জন্য একটি ব্যাপক পরিকল্পনাও অনুমোদন পায়। অনুমোদিত পরিকল্পনার অধীনে এধরণের ব্যবসার লাইসেন্স ফি ৪০% হ্রাস করা হয়েছে, যা দেশের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য উপকার বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া মন্ত্রিসভা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে, যা অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার প্রতি সরকারের মনোযোগকে নির্দেশ করে।