শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

এক কাশ্মীরী যুবককে হত্যা করেছে ভারতীয় সেনারা

এক নিরপরাধ কাশ্মীরী যুবককে হত্যা করেছে ভারতীয় সেনারা।

বৃহস্পতিবার (২৬ জুন) কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, আজ দখলকৃত জম্মু-কাশ্মীরের উধমপুরে এক নিরপরাধ কাশ্মীরী যুবককে শহীদ করেছে ভারতের দখলদার বাহিনী।

উধমপুরের বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান চালাতে গিয়ে এই নিরপরাধ কাশ্মীরী যুবককে হত্যা করা হয়।

নিরাপত্তা অজুহাতে প্রতিদিনই দখলকৃত জম্মু-কাশ্মীরের এলাকাগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করে থাকে কাশ্মীরে নিযুক্ত উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন। উগ্র ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্টাইলে আচমকা তারা নিপীড়িত মুসলিম অধ্যুষিত অঞ্চলটির যেকোনো এলাকায় কিংবা বাড়িতে গিয়ে হাজির হয়। পুরো এলাকা বা বাড়িটি ঘিরে ফেলে। কাশ্মীরী যুবকদের উঠিয়ে নিয়ে যায় নাহয় মেরে ফেলে।

এছাড়া কাশ্মীরীদের বিভিন্ন কৃষি জমি অবৈধ ও সরকারি জমি দাবী করে প্রতিনিয়ত দখল করার ঘটনাও ঘটছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ